বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর অশান্ত থাকলেও এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা খুব কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে দেওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নচাপটি পশ্চিমমধ্য বঙ্গোপসাগর থেকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
বিকেল ১২টার অবস্থান অনুযায়ী, গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৩৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮১০ কিলোমিটার, মোংলা থেকে ৬৬৫ কিলোমিটার এবং পায়রা থেকে ৬৮৫ কিলোমিটার দূরে ছিল।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে গিয়ে বৃহস্পতিবার রাতের মধ্যে ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছাতে পারে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ স্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।