ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। এমন মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে আয়োজিত দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা পরস্পরের বিরুদ্ধে দ্বন্দ্বে জড়াব না; বরং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করব।”
তিনি বলেন, বাংলাদেশের আলেমরা শুধু মসজিদের নেতৃত্ব দেবেন না, জাতিরও নেতৃত্ব দিতে হবে। সমাজ পরিচালনায় আলেমদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা গেলে দেশ থেকে সব ধরনের দুর্বৃত্তায়ন ও অনৈতিকতা দূর হবে।
জামায়াতের আমির আরও বলেন, “জাতিকে জাগ্রত ও সজাগ করার দায়িত্ব আলেমদের। জাতি গঠনে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”