বাংলাদেশিদের জন্য একাধিক দেশে ভিসা নিষেধাজ্ঞা
বিদেশ ভ্রমণের স্বপ্ন এখন অনেকটাই দুঃসাধ্য হয়ে উঠেছে বাংলাদেশের পর্যটকদের জন্য। হোটেলের অতিরিক্ত খরচ, নিরাপত্তা অনিশ্চয়তা, বিনোদনের সীমাবদ্ধতা আর তার সঙ্গে যুক্ত হয়েছে ভিসা প্রাপ্তির জটিলতা। ফলে অনেক ভ্রমণপিপাসুর জন্য ট্যুর প্ল্যান করাই এখন বড় চ্যালেঞ্জ।
সবুজ পাসপোর্টধারীরা ভিসার আবেদন শুরু করতেই নানা সমস্যায় পড়ছেন। প্রক্রিয়াটি জটিল হয়ে যাওয়ায় অনেকে নিরাশ হচ্ছেন। আবার ভিসা পাওয়া গেলেও বিমানবন্দর ইমিগ্রেশনে সন্দেহজনক মনে করে ফিরিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে।
বিশেষত মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে কঠোর হয়েছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত (দুবাই), কুয়েত, বাহরাইন, ওমান ও কাতার ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে। প্রতিবেশী ভারতও আগস্ট ২০২৪ থেকে বাংলাদেশিদের আর পর্যটন ভিসা দিচ্ছে না। ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া শর্ত কঠোর করেছে।
চীনে ভিসা মেলার সুযোগ থাকলেও ইমিগ্রেশনে অনেককে ফেরত পাঠানো হচ্ছে। থাইল্যান্ডে ভিসা মিললেও প্রক্রিয়া ধীরগতির, আর মালয়েশিয়ায় ইমিগ্রেশন কর্মকর্তাদের সন্দেহে পর্যটককে ফেরত পাঠানোর নজির রয়েছে।
ইউনাইটেড কনসালটেন্সি অ্যান্ড ট্যুরস-এর মালিক শেখ কামরুজ্জামান রনি জানান, “জুলাই আন্দোলনের পর ভিসা ইস্যু আরও জটিল হয়েছে। অতিরিক্ত কাগজপত্র চাওয়া, আস্থা কমে যাওয়া এবং দীর্ঘসূত্রিতার কারণে প্রকৃত ভ্রমণকারীরাও সমস্যায় পড়ছেন।”
সব মিলিয়ে বিদেশ ভ্রমণ এখন বাংলাদেশের অনেকের কাছেই স্বপ্ন নয়, দুঃস্বপ্ন হয়ে উঠছে।