1. info@www.pntv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.pntv24.com : PN TV 24 :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

ঢাকায় ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

মামুন মাহিন, ফ্রান্স:

বাংলাদেশে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়েছেন জঁ-মার্ক সেরে-শারলে। তিনি পূর্ববর্তী রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন।

সোমবার ফ্রান্স দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানানো হয়। সেখানে রাষ্ট্রদূত সেরে-শারলে বলেন, বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক আরও জোরদার করতে তিনি কাজ করবেন। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত ফরাসি নাগরিকদের প্রতিও তিনি শুভেচ্ছা জানান।

শিক্ষাজীবনে তিনি ফ্রান্সের মর্যাদাপূর্ণ প্রশাসনিক প্রতিষ্ঠান ইকোল ন্যাশনাল ডি’অ্যাডমিনিস্ট্রেশন থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কূটনৈতিক জীবনে জাতিসংঘে ফ্রান্সের প্রতিনিধি হিসেবে নিরাপত্তা পরিষদে ছয় বছর দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা বিষয়ক বিভাগের উপপরিচালক হিসেবেও কাজ করেছেন।

রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার আগে তিনি ভারতের মুম্বাইয়ে ফ্রান্সের কনসাল জেনারেল ছিলেন। এর আগে মস্কোতে রাজনৈতিক উপদেষ্টা, রোমে সাংস্কৃতিক উপদেষ্টা, প্যারিসে সংস্কৃতিমন্ত্রীর কূটনৈতিক উপদেষ্টা এবং নয়াদিল্লিতে উপমিশনপ্রধানের দায়িত্বও পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© pntv24.com  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট