সিলেটের বিশ্বনাথ উপজেলার ৭নং দেওকলস ইউনিয়নের নিয়ামতপুর যুব সংঘের ২০২৫-২০২৭ অর্থবছরের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সভার সম্মতিক্রমে মো. দিলদার হোসেনকে সভাপতি এবং মো. আব্দুল মুকিদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন: সহ-সভাপতি: মো. দবির মিয়া, আতাউল হক ময়না ও মো. কামাল মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক: জুনেদ মিয়া ও রাবিবুর রহমান, অর্থ সম্পাদক: মো. ফখরুল ইসলাম,সহ-অর্থ সম্পাদক: শিপন মিয়া,সাংগঠনিক সম্পাদক: মো. আরিফ বিল্লাহ; সহ-সাংগঠনিক সম্পাদক: সৈয়দ শুকুর আলী,প্রচার সম্পাদক: মো. সাহেদ মিয়া,সহ-প্রচার সম্পাদক: মো. হাবিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক: মো. শাহজাহান হোসাইন রুবেল, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক: মো. সাকিব আহমদ,
শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক: মো. আল জাবের, সহ-শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক: ইমতিয়াজ হোসেন ইমন, অফিস সম্পাদক: মো. সাজিদুর রহমান, সহ-অফিস সম্পাদক: আদনান আহমদ ও রাকিব উদ্দিন।
কমিটি ঘোষণার পর সভাপতি মো. দিলদার হোসেন বলেন,যুব সমাজকে সংগঠিত করে এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় উন্নয়নে কাজ করতে চাই। ইসলামিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে তরুণদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে কাজ করাই আমাদের লক্ষ্য।
সাধারণ সম্পাদক মো. আব্দুল মুকিদ বলেন,আমরা ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ইসলামিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে অংশ নিতে চাই। নিয়ামতপুরকে একটি আদর্শ ও ঐক্যবদ্ধ গ্রাম হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।