1. info@www.pntv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.pntv24.com : PN TV 24 :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

প্যারিসে উৎসবমুখর পরিবেশে “দৈনিক কালবেলা”র তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

প্যারিস প্রতিনিধি:

১৭ সেপ্টম্বর ২০২৫

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক দৈনিক কালবেলা, যার মূলমন্ত্র ‘সত্য-সুন্দর, সাহস’, সফলতার তিন বছর অতিক্রম করেছে। এ উপলক্ষে পত্রিকার ফ্রান্স প্রতিনিধির উদ্যোগে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান।

গত ১৭ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, প্যারিসের Royal Cafe তে এই আয়োজন অনুষ্ঠিত হয়। প্রবাসী সাংবাদিক, লেখক, সাংস্কৃতিক কর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ‍্যে উপস্থিত ছিলেন ইউরো ভিশন নিউজের সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান আযাদ, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এফবিজেএ এর সমন্বয়ক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইন, মুখপাত্র ও ফ্রান্স টোয়েন্টি ফোরের মোহাম্মদ আরিফ উল্লাহ, কমিউনিটি নেতা শহিদুল ইসলাম,এফবিজেএ সদস‍্য আব্দুল্লাহ আল, মামুন, এফবিজেএ সদস‍্য লেখক ফাহাদ আব্দুল্লাহ, এনসিপি নেতা এডভোকেট মনোয়ার হোসেন পাটোয়ারী, এফবিজেএ সদস‍্য সাইফুল ইসলাম, সোশ্যাল এক্টিভিষ্ট খান খালেদ মাহমুদ, আকাশ বিজ্ঞানী সালমান, কবি আব্দুল কুদ্দুস হাসান, সোশ্যাল এক্টিভিষ্ট আজিমুল হক খান, এনসিপি সদস‍্য সজিব ইভোন, মাসুম রিকাবদার, রেজাউল হায়াত ও সেলিম হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা দৈনিক কালবেলার নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও সমাজবোধসম্পন্ন সাংবাদিকতার প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসের পাঠকদের সঙ্গে সংযোগ রক্ষা ও বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে কালবেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে দৈনিক কালবেলার ফ্রান্স প্রতিনিধি মামুনুর রশিদ বলেন, পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসাই আমাদের এই সাফল্যের মূল শক্তি। আগামী দিনে আরও দায়িত্বশীলভাবে সাংবাদিকতার মান বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠান শেষে কেক কাটা ও দোয়া পর্বের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন হয়। উপস্থিত সবাই পরবর্তী বর্ষপূর্তিতে আরও বৃহত্তর পরিসরে অনুষ্ঠান আয়োজনের আশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© pntv24.com  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট