1. info@www.pntv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.pntv24.com : PN TV 24 :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন

প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণে প্যারিসে “বিশ্ব পরিচ্ছন্নতা দিবস” উদযাপন

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

প্যারিস, ২১ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বব্যাপী পালিত বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি। আন্তর্জাতিক এই দিবস উপলক্ষে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিশেষ আয়োজন করে Solidarités Asia France (SAF)। এতে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের দুই শতাধিক নাগরিকরা একত্রিত হয়ে প্যারিস-১৮ এলাকার সড়ক ও জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারিস ১৮ মেরির কাউন্সিলর ফেদরিক, কাউন্সিলর সিসোকো,ম্যাডাম জয়েল ডেলিকেট (CSP)।এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় নাগরিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।রবিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা কার্যক্রম চলে দুপুর ১টা পর্যন্ত। প্যারিস শহরের বিভিন্ন সড়কে স্থানীয় জনগণ ও প্রবাসীরা একসাথে আবর্জনা সংগ্রহ, রাস্তা পরিষ্কার ও সচেতনতামূলক প্রচারণা চালান।

দিনের কার্যক্রম শেষে 1 Place Jules Joffrin, 75018 Paris-এ সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। আয়োজক সংস্থা SAF-এর প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা নয়ন এনকে বলেন বিশ্ব পরিচ্ছন্নতা দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিবস নয় এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পৃথিবী গড়ার শপথের দিন। বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আজ এখানে একসাথে কাজ করে পরিবেশ সংরক্ষণের যে বার্তা দিয়েছে, তা আগামী দিনে আরও বড় পরিবর্তনের সূচনা করবে। প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার বিশ্বব্যাপী ১৫০টিরও বেশি দেশে একযোগে পরিচ্ছন্নতা দিবস পালিত হয়। এ দিবসের মূল লক্ষ্য হলো পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি,
প্লাস্টিক ও অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করা,স্থানীয় পর্যায়ে জনগণকে পরিচ্ছন্নতায় সম্পৃক্ত করা,ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা।প্যারিসে আয়োজিত এ কর্মসূচি প্রমাণ করে যে, প্রবাসী বাংলাদেশিরা শুধু নিজ দেশের নয়, বরং বৈশ্বিক পরিবেশ আন্দোলনেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© pntv24.com  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট