বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মনোনয়নপত্র দাখিল করলেও শেষ দিনে এসে তা প্রত্যাহার করে নেন তিনি।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ। এর আগে আজ (১ অক্টোবর) ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। ঠিক এই দিনেই সরে দাঁড়ালেন দেশের অন্যতম সফল ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল।
খেলোয়াড়ি জীবনের পর এবার প্রশাসনিক ভূমিকায় ক্রিকেটে অবদান রাখার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। বিশেষ করে ক্রিকেট অপারেশনে কাজ করার প্রতি আগ্রহী ছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন হলো না।
তামিমের সরে দাঁড়ানোয় নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার সমীকরণ পাল্টে যেতে পারে বলে মনে করছেন অনেকেই। এতে অন্য প্রার্থীদের জন্য সুযোগ কিছুটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে এবার মনোনয়ন নিয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকা থেকে ৩, চট্টগ্রাম ৫, খুলনা ৩, রাজশাহী ৪, সিলেট ৩, রংপুর ৬ এবং বরিশাল থেকে ১ জন প্রার্থী। ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন জমা পড়েছে ৩২টি। আর ক্যাটাগরি-৩ থেকে মনোনয়ন নিয়েছেন ৩ প্রার্থী।