1. info@www.pntv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.pntv24.com : PN TV 24 :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন ইলিয়াসপত্নী লুনা

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) উপজেলা সহ সারা দেশের সনাতন ধর্মাবলম্বী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা।

এক শুভেচ্ছা বার্তায় লুনা বলেন: বাংলাদেশ চিরকাল সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাদের নিজ নিজ উৎসব পালন করে আসছে। দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, আজ এটি সর্বজনীন উৎসব হিসেবে সমাজে স্থান করে নিয়েছে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি উৎসবের সামাজিক ও সাংস্কৃতিক আবেদন আমাদের সবার জন্য সমান গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনা ধারণ করে আমাদের সবার দায়িত্ব হবে দুর্গোৎসবকে আনন্দঘনভাবে উদযাপন করা। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে হবে।”

শুভেচ্ছা বার্তার সঙ্গে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর অদ্যাবধি সন্ধান মিলেনি উল্লেখ করে তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© pntv24.com  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট