1. info@www.pntv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.pntv24.com : PN TV 24 :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

প্যারিসে মৌলভীবাজার প্রবাসী কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে
PNtv24 ডেক্স
৩০/০৮/২০২৫

প্যারিসে মৌলভীবাজার প্রবাসী কল্যাণ সংস্থা ফ্রান্সের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সম্মতিক্রমে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে আফজল হোসেন সভাপতি, শাহ মিলাদুর রহমান জুমার সাধারণ সম্পাদক এবং খাইরুল মাহির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটি ঘোষণার সময় প্রধান উপদেষ্টা পরিষদের আটজন সদস্য উপস্থিত ছিলেন। তারা হলেন— মো. ছামির উদ্দিন, বদরুল হোসেন, জামাল উদ্দিন আহমদ, শওকত নূর মিয়া, মহসিন রেজা, মুর্শেদ আলী, মো. ফয়জুল কবির চৌধুরী সেলিম এবং মইন উদ্দিন।

নবনির্বাচিত সভাপতি আফজল হোসেন বলেন, “আমরা সবাই মিলে চেষ্টা করবো প্রবাসীদের কল্যাণে কার্যকর উদ্যোগ নিতে। মৌলভীবাজারের মানুষকে একত্রিত করে সামাজিক ও সাংগঠনিক কাজকে এগিয়ে নেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

সাধারণ সম্পাদক শাহ মিলাদুর রহমান জুমার বলেন, “সংগঠনের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তরুণ প্রবাসীদের যুক্ত করে কল্যাণমূলক কাজে নতুন গতি আনা হবে।”

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দ শাহেদ অলি, আলী আহমেদ খান, মো. রাশেদ আহমদ টিটু, মোহিব মোহাম্মদ আব্দুল, মো. সায়ান মিয়া, জমিরুল ইসলাম, আব্দুর রব রনি, মুজিবুর রহমান, মির্জা আলমগীর, মাসুদুর রহমান এবাদুর, নাজির আহমদ, ফুয়াদ আহমেদ, জুয়েল আহমেদ, নাইয়ান খান, আব্দুল জলিল, টিপু সুলতান, দেলওয়ার আহমেদ, শাহ জামান, বুলবুল আহমেদ, মিসু রহমান, শাহিন আহমেদ, মো. পাবেল, জামাল উদ্দিন, সংকর, আলি মোর্শেদ, মোহাম্মদ ইমরান আহমেদ, কামরুল ইসলাম, জুয়েল আহমেদ, জাফর আহমেদ, কাইরুল মাহির, ময়নূল ইসলাম, সামাদ আহমেদ, তুষায় ভূইয়া, আজিবুর রহমান আপন, পিংকু দেব, আমজাদ হোসেন, সাহান আহমেদ, রাহেল আহমেদ, মো. রাফি, রাজু আহমেদসহ আরও অনেকে।

উপদেষ্টা পরিষদের সদস্যরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব প্রবাসীদের কল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবে। প্রবাসীরাও মত দিয়েছেন, সংগঠনের ধারাবাহিক কার্যক্রম মৌলভীবাজারবাসীর ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© pntv24.com  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট