বিশ্বনাথ-ওসমানীনগরের ১৬ ইউনিয়নের ২২টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন তাহসিনা রুশদীর লুনা
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বিশ্বনাথ-ওসমানীনগর নির্বাচনী এলাকার ১৬ ইউনিয়নের ২২টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
পূজামণ্ডপগুলোতে গিয়ে তিনি পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং উৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে তাহসিনা রুশদীর লুনা বলেন,বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। এখানে প্রত্যেকেই সমান অধিকার নিয়ে বসবাস করে। আমাদের ধর্মীয় উৎসবগুলো কেবল এক ধর্মের নয়, বরং সবার জন্য আনন্দ ও সহমর্মিতা ছড়িয়ে দেয়। দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় ধর্মীয় সম্প্রীতি ও সহমর্মিতায় বিশ্বাস করে। জাতির জনজীবনে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় সকল ধর্মের মানুষকে সমানভাবে মূল্যায়ন করে আসছে। দেশ আজ সংকটাপন্ন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে আমাদের পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করতে হবে।
পূজামণ্ডপে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে লুনা বলেন, ধর্মের নামে বিভাজন নয়, বরং ধর্মীয় সহাবস্থানই আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে। দেশকে সত্যিকারের শান্তি ও গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করতে হবে।
তিনি পূজায় উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশ ও জাতির কল্যাণে সকলের দোয়া প্রার্থনা কামনা করেন।