1. info@www.pntv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.pntv24.com : PN TV 24 :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এম. আসকির আলীর শোক প্রকাশ

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এম. আসকির আলীর শোক প্রকাশ

বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সমগ্র বাংলাদেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর আনুমানিক ছয়টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোক ও বেদনার আবহ তৈরি হয়। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সহোদর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক উপদেষ্টা এবং সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম. আসকির আলী।

এক শোকবার্তায় তিনি বলেন: “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” জাতি নির্বাক, বাকরুদ্ধ ও স্তম্ভিত l বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন বরেণ্য নেতৃত্ব, তৃতীয় বিশ্বের গণমানুষের প্রাণের নেত্রী, নির্যাতিত, নিপীড়িত মানুষের প্রিয় নেত্রী,গণতন্ত্রের মা, মানবতার অভিভাবক, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে, জনাব তারেক রহমান সহ উনার পরিবারের সাথে আমরাও অত্যন্ত ব্যথিত, মর্মাহত এবং বাকরুদ্ধ l মহান সর্বশক্তিমান পরম করুনাময় আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে কায়োমনো বাক্যে প্রার্থনার জন্য আকুল আবেদন জানাচ্ছি, হে মহান আল্লাহ আপনি পরম ক্ষমাশীল,পরম দয়ালু l প্রিয় প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়া কে তোমার দয়া, করুণা এবং অনুগ্রহ দিয়ে তিনা কে জান্নাতের মেহমান বানিয়ে দিন l বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ শিখরে আশ্রয় দিয়া বাধিত করুন l হে পরম দয়ালু, দয়া করে বেগম খালেদা জিয়ার জীবনের সমস্ত ভালো কাজগুলোকে কবুল করুন l প্রার্থনা করছি, নিরন্তর প্রার্থনা থাকবে আমাদের প্রাণের বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য l শত শত কোটি মানুষের হৃদয়ে দোয়া এবং ভালোবাসায় বাংলাদেশের হৃদয়ে, বিশ্বের হৃদয়ে, আমাদের হৃদয়ে চিন্তায়, মননে, ভাবনায়, ভালোবাসায় এবং অবিরাম প্রার্থনায় চির অম্লান হয়ে আছেন, থাকবেন হে বেগম খালেদা জিয়া l পাশাপাশি শোকসন্তপ্ত প্রিয় জনাব তারেক রহমান সহ উনার পরিবারের সকলের প্রতি রইল গভীর সমবেদনা, উনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভাবনা l আল্লাহ যেন তারেক রহমান কে এই শোক সইবার শক্তি দান করেন এবং ধৈর্য ধারণ করবার তৌফিক দেন এবং শোককে শক্তিতে রুপান্তরিত করে বাংলাদেশকে এবং বাংলাদেশের জনগণের সেবা করার তৌফিক দান করেন l পরপারে শান্তিতে বিশ্রাম নিন হে মহীয়সী প্রিয় বেগম খালেদা জিয়া। আমিন

নিখোঁজ এম ইলিয়াস আলী পরিবারের পক্ষে, সশ্রদ্ধ শ্রদ্ধা সহ

এম আসকির আলী, সহ-সভাপতি সিলেট জেলা বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© pntv24.com  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট